মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন কোকরহাটি একতা সংঘের উদ্যোগে বেলা ৪জানুয়ারী বুধবার বেলা ১ ঘটিকায় কোকরহাটি মাঠ প্রাঙ্গনে কোকরহাটি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও অসহায়-দুঃস্থ আপামরসাধারনের বন্ধু এবং আমিরেকান প্রবাসী খন্দকার রাকিব হোসেন এর সভাপতিত্বে ও বলড়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নুর শুভ উদ্বোধনে এবং কোকরহাটি একতা সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন কোকরহাটির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, বলড়া ইউপির মহিলা সংরক্ষিত ওর্য়াড সদস্য ছবুরা বেগম,অত্র এলাকার ইতালি প্রবাসী শহীদ মিয়া,অত্র এলাকার সাবেক মেম্বার মোতাহার মাস্টার,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর সিদ্দিক।এছাড়া ও আরো উপস্থিত ছিলেন ইমরান,রাশেদ, রনি, আজাদ সহ প্রমূখ। উক্ত খেলায় বিজয়ীদের ও রার্নাসআপদের জন্য আকর্ষনীয় পুরুষ্কার দেওয়া হয়েছে।