মানিকগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন,বিনামূল্যে আইনি সহায়তার দ্বার উন্মোচন, এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে জেলা লিগাল এইড দিবস পালিত হয়। তাঁরই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ জেলা জজ কোর্ট চত্বর মিলনায়তনে সকাল ৯.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত জেলা লিগাল এইড কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়। শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা দায়রা জজ ও লিগাল এইড অফিসার জয়শ্রী সমাদ্দার। আলোচনা অনুষ্ঠানে জেলা দায়রা জজ জয়শ্রী সমাদ্দারের সভাপতিত্বে ও জেলা লিগাল এইড কর্মকর্তা সেঁজুতি সুবর্ণার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জনাব তানিয়া কামাল,অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য, জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম,জিপি এ্যাডভোকেট মেহের উদ্দিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী,জেলা সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরতাজ আলম বাহার,জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু প্রমুখ। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক,বারসিক,পাসা,আরব ও স্টেপ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন বর্তমানসরকারের আমলে বিচার বিভাগের স্বাধীনতা পেয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল গরিব মানুষেরা যেন আইন আদালতে কোনরকম হয়রানির শিকার না হয় এবং বিনামূল্যে আইনের সহায়তা পায়।আজ সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং আরও হবে।