রাজশাহী ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই কমিটি অনুমোদন করেন। আকবর আলী জ্যাকিকে সভাপতি ও খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন।
উল্লেখ রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি ছাড়াও একই বিজ্ঞপ্তিতে আরও ছয়টি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এসব জেলা ও মহানগর হলো – রংপুর মহানগর শাখা ছাত্রদল, রংপুর জেলা শাখা ছাত্রদল, নীলফামারী জেলা শাখা ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ছাত্রদল, হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদল ও সৈয়দপুর (সাংগঠনিক) জেলা শাখা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST