Uncategorized

লোহাগড়ায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনসুরেন্স এর কর্মী প্রশিক্ষণ

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ১০:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

লোহাগড়া প্রতিনিধি

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনসুরেন্সের লোহাগড়া সার্ভিস সেন্টারের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ( ১১ জানুয়ারি) শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।লোহাগড়া সার্ভিস সেন্টারের ইভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোমেন এর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন ও কর্মী প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিজিওন’ এ এমডি এন্ড ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওন এসইভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ ইসমাঈল।
বিশেষ অতিথি ছিলেন, লোহাগড়া জোনাল অফিস এর এসভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

ব্যবসা উন্নয়ন ও কর্মী প্রশিক্ষন সভায় প্রধান অতিথি বলেন, মানুষ এখন সচেতন হয়েছে, আগের তুলনায় মানুষ এখন বীমা দিয়ে ঝুকছে। বীমা হল অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর। এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের (প্রিমিয়ামের) বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ।

প্রধান আলোচক বলেন, এক সময় মানুষ বীমার প্রতি ভুল ধারনা থাকলে তারা এখন সচেতন হয়েছে। তারা জানে বীমা শুধু বাংলাদেশে নই, বিশ্বের প্রতিটা মানুষ বীমার আওতায়।
সেজন্য বীমা কর্মীদের মাঠে সঠিক তথ্য দিয়ে মানুষ কে বীমার গুরুত্ব বুঝিয়ে সঞ্চয়ের প্রতি ধাবিত করার আহবান জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST