• সদর উপজেলা নরুন্দিতে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ১০:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

    রাসেল রানা জামালপুর

    জামালপুর সদর উপজেলা গতকাল শনিবার নরুন্দি এলাকা থেকে ৫ জন কিশোর গ্যাং এর আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

    নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল শনিবার দুপুরে বন্দরৌহা চন্দেরচক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাজী পাড়ার
    এরশাদ আলীর ছেলে আয়াতের সাথে চন্দ্রের চক এর হাফিজুর রহমানের ছেলে সৈকতের কথা-কাটাকাটি হয়।

    এরই জের ধরে আয়াত ও তার দলবল নিয়ে, সৈকত ও তার চাচাতো ভাইদের উপর হামলা করে।

    এসময় সাজ্জাদুল রহমান শুভ ও সাইফুল ইসলামকে গলায় ও বুকে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং এর সদস্যরা।

    এসময় স্থানীয়রা আহত শুভ ও সাইফুলকে উদ্ধার করে এবং কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়।

    তৎক্ষণাৎ পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঐ ৫ কিশোরকে আটক করে।
    এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে ৫ কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে আহত কিশোর সাইদুল ইসলাম শুভ ও সাইফুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST