অন্যান্য

হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ এবং পঞ্চম শ্রেণীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৪:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ

দোয়ারা বাজারে হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একাধারে সকল ছাত্রছাত্রীরা ১০০% রেজাল্ট পেয়ে পাস করেছে। শতভাগ সফলতার সাথে স্কুল শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে, এই ১০০% রেজাল্ট পেয়ে/শুনে এলাকার স্থানীয় মানুষজন আনন্দিত উৎফুল্ল এবং খুশী। স্কুলের রেজাল্টের পাশাপাশি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কে নিয়ে বিদায়ী সংবর্ধনা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2022 সালের তৃতীয় প্রান্তিক বা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন, এবং পঞ্চম শ্রেণির বিদায়ী ছাত্রদের জন্য বিশেষ করে দোয়ার অনুষ্ঠান হয়, এবং শেষে ছাত্রছাত্রীসহ গার্জিয়ানদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে, এতে করে এই এলাকার সর্বস্তরের জনগণ স্কুল কর্তৃপক্ষের কাছে লেখা পড়ার মান উন্নয়নের জন্য শুকরিয়া আদায় করেছে, এর পাশাপাশি এই বিদ্যালয়ের শিক্ষকদের কে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে ধন্যবাদ দিয়েছে। হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক মেম্বার হাসিবুদ্দীন বলেন, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কয়েকজন সিনিয়র শিক্ষকরা আছেন তারা খুবই কঠিন পরিশ্রমের সাথে স্কুলের বাচ্চাদের কে পাঠদান শিক্ষা দিয়ে থাকেন।No description available. উনারা যথেষ্ট পরিমাণ মেহনত করেছেন বিদায় আজ শতভাগ সফলতার সাথে কৃতিত্ব অর্জন করতে পেরেছে ছাত্রছাত্রীরা।No description available. তিনি আরও বলেন, আমরা এলাকাবাসীরা সবাই মিলে এই শিশুদের জন্য প্রাণ ভরে দোয়া করি তারা যেন আগামীর কর্ণধার ও রাষ্ট্রের এবং সমাজের উচ্চবর্গ মানুষের মানবিকর মানুষ হয়ে উঠতে পারে। হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ স্যার বলেন, আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকদের পরিশ্রম কষ্টের ফল এই সফলতা, আমি এবং আমার শিক্ষকবৃন্দ একটা সময়ের জন্যও ক্লাস ফাঁকি ত দূরের কথা একটা মিনিটের জন্য রেস্ট নেই নি,অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের এই শিশুদের সফল্য। এবং তিনি আরও বলেন এই এলাকার ধনী গরীব সকল পরিবারের একটা সন্তানও যেন শিক্ষাবঞ্চিত না হয়, আমরা চাই এলাকার সকল ছাত্রছাত্রীরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়,মানুষের মতো মানুষ হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, শুধু শিক্ষা অর্জন করলে হবে না, এর পাশাপাশি নম্রতা ভদ্রতা সভ্যতা সংস্কৃতিও সম্পূর্ণ অর্জন করতে হবে। এবং তিনি সর্বশেষ বলেন, এই এলাকার পাঁচ বছরের শিশু থেকে দশ বছর বয়স পর্যন্ত সকল কে ভর্তির আহবান জানান এবং এলাকায় স্থানীয় সবাই কে তিনি ধন্যবাদ জানিয়েছেন। হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি এবং ইউপি সদস্য আব্দুল কাদির মিয়া বলেন, আমরা সবাই জানি যে লেখাপড়ার মান উন্নয়ন হয়েছে, এবং ছাত্রছাত্রী সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে তারপরও শিক্ষকদের এই পরিশ্রম কষ্টের ফল শতভাগ পাশ রেজাল্ট শুনে আমরা আলহামদুলিল্লাহ খুব খুশী হলাম। তিনি আরও বলেন, একটা সন্তান কে শিক্ষিত করতে হলে এর পিছনে অনেক খাটাখাটুনি করতে হয়, কিন্তু আমরা সাধ্যমত তা করতে পারিনা, আমরা আমাদের ছেলেমেয়েদের কে পারিনা নিয়মিত তাদেরকে খুজ খবর নিতে তারপরও যে তারা কৃতিত্বের সাথে শতভাগ পাশ করেছে তাও যথেষ্ট আলহামদুলিল্লাহ, তিনি আরও বলেন, আমাদেরও কিছু দায়দায়িত্ব আছে ছেলেমেয়েদের কে দেখাশোনা করা গাইডলাইন দেওয়া নিয়মিত স্কুলে যায় কিনা সেটা নিয়ে তদারকি করা, তাহলে এর ফলাফল আরও ভাল হবে আমি আশাবাদী। হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ স্যার সমাপনী অধিবেশনে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনার ও পুরুষ্কার বিতরণের পরে সবশেষে সবার উপস্থিতিতে সবাই কে সামনে নিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি, সহসভাপতি, এবং স্কুল কর্তৃপক্ষের সকল সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ও গার্ডিয়ানসহ এলাকার স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST