ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আরও ৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবার লাল কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এ কার্ডসমূহ বিতরণ করেন। কার্ডধারী নাগরিকগণ ও তাদের পরিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। গত ০৫ সেপ্টেম্বর জামতলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আরবান প্রাইমারি হেলথ সার্ভিসেস প্রকল্পের আওতায় পরিচালিত মসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ থেকে ইতোমধ্যে প্রায় ১৯৫০ টি লাল কার্ড বিতরণ করা হয়েছে। বিতরণকালে প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান সহ মেডিকেল অফিসারবৃন্দ ও অন্যন্য কর্মকর্তা কর্মচরিবৃন্দ উপস্থিত ছিলেন।