• জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ-

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ১১:১৩:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    মো খোরশেদ আলম,

    ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

    জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে খেজুরতলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপির বাসভবনে এ হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়।

    হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
    জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

    বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সদরের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST