নিউজ ডেক্সঃ
দেশে এবং দেশের বাহিরে কিছু পা চাটা পল্টিবাজের একটি গোষ্ঠী আছে। সেখান থেকে ইউরোপের একটি সভ্য দেশ আয়ারল্যান্ড ও বাদ পরে নাই। পা চাটা এবং পল্টিবাজ লোকদের একটা সুপার পাওয়ার থাকে,,তারা সব জায়গায় সুবিধা পায়,সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে,, বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি,, অথচ এরা না কারো আপন হয়, না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়,,এদের কাছে নেই কোনো ধর্ম জাত নেই,কোনো নীতি ও আদর্শ। এরা স্বার্থের জন্য নিজের মা, বোন ও নিজের বৌকে ও অন্যের হাতে তুলে দিতে পারেন,,,,,,,,,,,,,,। এরা হয় সুবিধাবাদী,, মেরুদণ্ডহীন টাইপের লোক,,,এদের নিজের কোন মতামত থাকেনা, নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে,,এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা,,, তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,, ওইযে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।