দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার সদর, সুরমা ও বোগলাবাজার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি, ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম দিনব্যাপী গণসংযোগ করেছেন। শুক্রবার দিনব্যাপী গণসংযোগকালে তিনি বলেন, নেতৃত্বের পরিবর্তনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপা’র মনোনয়ন চাই। আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলের জনগণের কাঙ্খিত উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। এ লক্ষ্য দীর্ঘদিন ধরেই জনগণের কাছাকাছি রয়েছি। গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মুহা. হাবিবুল্লাহ হেলালী, উপজেলা জাপা’র যুগ্ম সম্পাদক ও সুরমা ইউনিয়ন জাপা’র সভাপতি ইকবাল হোসেন বুলু, বোগলাবাজার ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক হুমায়ুন খান, জাপা নেতা সুরুজ মোড়ল, আবুল হোসেন, আবু কাশেম, ইমরান মিয়া, মনির উদ্দিন, মানিক খান, আরফাত আলী, উকিল আলী, মানিক খান, আব্দুল মনাফ, তারা মিয়া, আব্দুর রহমান প্রমুখ।