মোঃ পারভেজ মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের অন্তর্গত তাজিয়া কাটা গ্রামে,দারুল হেদায়া নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা হেফাজ ও এতিমখানায় প্রায় ২৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন
সবুজ বাংলা ব্লাড ব্যাংক ।
উক্ত শিক্ষা সামগ্রীর বিতরনে উপস্থিত ছিলেন সবুজ বাংলা ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ চৌধুরী,আর উপস্থিত ছিলেন অএ সংগঠনের কার্যকারী সদস্য জসীম উদ্দিন ও মাদ্রাসা সুপার আবদুল্লাহ,
২৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষ করেছে,
এক প্যাকেট ছিলো১টি ব্লেকবুট ১টি জ্যামেতি বক্স ৩ টি খাতা ৪টা কলম ১কি স্কেল এই রকম করে করছে প্রতিটি প্যাকেট।
প্যাকট গুলো পেয়ে ছাত্র ছাত্রীদের মাঝে হাঁসি মুখে দেখতে পেরেছি আমার।
সবুজ বাংলা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা ও পরিচায়ক পারভেজ চৌধুরী বলেন। আল্লাহ তাআলা কাছে লাখ লাখ শুকরিয়া আমার এই বয়সে আল্লাহ তাআলা এই কাজ করার সুযোগ দিয়েছে।
আর বলেন,আপনার দোয়া করে এবার ২৫ জন আয়োজন করেছে সামনে ৫০ জন আয়োজন করবে বলে জানিয়েছেন আমাদের কে, সাথে সবুজ বাংলা ব্লাড ব্যাংক সংগঠন কে সামনে দিকে এগিয়ে যাবে বলে আশা করছে।