• Home
  • আইন আদালত
  • মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন
Image

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি(৩-৪-২০২৩)

কালো আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।

সোমবার (৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরি সামনে আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সারাদেশে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।

এসময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে । এই কালো আইনে বারবার সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক শামসসহ সারাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই।

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বা গ্রেপ্তার নতুন কিছু নয়। গত চার বছরে প্রায় ১১০০ মামলা হয়েছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে। গত এক মাসের সাত জন সাংবাদিককে আটক করা হয়েছে।
তিনি বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম কিন্তু সেই গণমাধ্যম আজও স্বাধীন নয়। দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার যে কালো আইন করেছে তার মাধ্যমে বারবার সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এই কাল আইন থেকে কেউই রেহায় পাচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিকদের হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু প্রথম আলো নয়, গত দুই দিন আগে চট্টগ্রামের এক যুবলীগ নেতা দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুল আলম লাভলু ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এই কালো আইনে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই।
এসময় মানববন্ধনে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.বি.খান বাবু, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার চৌধুরী, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ মো.নজরুল ইসলামসহ সম্পাদক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Releated Posts

খুলনায় আ.লীগ সমর্থিত আট আইনজীবী কারাগারে

খুলনা ব্যুরোঃ খুলনায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির আট সদস্যকে কারাগারে পাঠিয়েছেন…

ByByFeroz Ahmedজানু ১২, ২০২৫

নড়াইলে বলাৎকারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে মামলা

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে ৯ম শ্রেণির ছাত্রকে মাহফিল থেকে ডেকে নিয়ে বলাৎকারের ঘঠনার সংবাদ  প্রকাশ…

ByByFeroz Ahmedজানু ৩, ২০২৫

চিন্ময়ের জামিন আবেদন নাকচ

চট্টগ্রাম ব্যুরোঃ রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন জজ আদালতেও…

ByByFeroz Ahmedজানু ২, ২০২৫

আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি,যশোরঃ যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে…

ByByFeroz Ahmedডিসে ২২, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST