কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি ২০২৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদ দিবস , শহিদের প্রতি শ্রদ্ধা,পুষ্পস্তাবক ,প্রভাত ফেরী, চিত্রাংকন ও সাংস্তৃতি অনুষ্ঠানের মধ্যেদিয়ে পালিত হয় । আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমিকি ভূলিতে পারি ? কয়টি দেশ আছে পৃথিবীর বুকে ভাষার জন্য জীবন দিয়েছে ইতিহাসের পাতায় লেখা আছে ? আমি অহংকার ও গৌরবের সাথে বলি, এমন একটি দেশ বাংলাদেশ , বাংলাদেশ , আমার সোনার বাংলাদেশ ! গানের ছন্দে দিবসটি পালনে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরের শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মোল্লাহাট থানা, কেআর কলেজ, সরকারি জাতির জনক মহিলা মহাবিদ্যালয়, লুৎফর রহমান বিএম কলেজ, নুরজাহান কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, প্রেসক্লাব মোল্লাহাট, হাইওয়ে পুলিশ ফাঁড়ি, পল্লীবিদ্যুৎ সমিতি, যুবলীগ, ছাত্রলীগ,তাঁতীলীগ, জাতীয় শ্রমিক লীগ, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, বিএনপি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। এরপর সকাল সাড়ে ৮টায় বিশাল এক প্রভাত ফেরী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে কেআর কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দুপুর ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ। এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম , শেখ রেজাউল কবির, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক এস এম মিজানুর রহমান, ইমলাক শেখ, মোঃ মোস্তফা মির, সৌরব কুমার মধু, মোঃ কাফি হাসান বশার সহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ###### মোঃ কাফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাইল – ০১৭৬৮৩৭৪৩৯৭ তাং -২১/০২/২০২২ ইং।