প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৮:২৩:০১ প্রিন্ট সংস্করণ
কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে তক্ষক সাপ সহ মিঠু শেখ, বিলায়েত শিকদার ও মিনহাজ নামে প্রতাড়ক চক্রের তিন সদস্যকে আটক পূর্বক মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার সারুলিয়া এলাকা হতে ওই তিন জনকে আটক করে মোল্লাহাট থানা পুলিশ। পরে বুধবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড (সাজা) প্রদান করেন মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। আটককৃতরা/সাজা প্রাপ্তরা হলো, খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী এলাকার মৃতঃ শেখ ফজলুল হকের ছেলে শেখ মিঠু (৪৮), মোল্লাহাট উপজেলার সারুলিয়া এলাকার মুতঃ সলেমান শিকদারের ছেলে বিলায়েত শিকদার (৩৫) ও যশোর সদর থানাধীন রামনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ মিনহাজ (২২)।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিলুপ্ত প্রজাতির তক্ষক সাপ নিয়া নিরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তারাই ধারাবাহিকতায় প্রতাড়না কার্যক্রম চলছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ওই তিন জনকে হাতেনাতে তক্ষক সাপ সহ আটক করা হয়। এজন্য ২০১২ সালের বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন লংঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়।
##
Design & Developed by BD IT HOST