তালহা জুবায়ের এর প্রতিবেদনে:-
সকাল পৌনে এগারোটায় পতেঙ্গা, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ডলফিন অয়েল জেটিতে নোঙর করে তেল খালাসের প্রস্তুতি নেয়া বিএসসির ৩৮ বছর বয়সী “বাংলার জ্যোতি” জাহাজের সন্মুখভাগের একটা স্টোরে (Forecastle Store) বিস্ফোরণ হলে সম্ভবত ৩ জন মারা গেছে।
এদের মধ্যে ১ জন ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা বাংলাদেশ মেরিন একাডেমি ৫৭ ব্যাচের নতুন ক্যাডেট আর অন্য ২ জন ওয়ার্কশপের কর্মী, ফোরম্যান নুরুল ইসলাম আর হারুন। ২ জনের মধ্যে ১ জনের খন্ডিত লাশ উদ্ধার হয়েছে আর অন্যজন এখনো নিখোঁজ৷ অন্যান্য নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে৷
এখন পর্যন্ত আরো ৩ জন নিখোঁজ বলে জানা গেছে।
আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।