• Home
  • ধর্ম
  • আজ পবিত্র শবে মেরাজ, ইয়াছিন আলী খান, পবিত্র শবেমেরাজ আজ।

আজ পবিত্র শবে মেরাজ, ইয়াছিন আলী খান, পবিত্র শবেমেরাজ আজ।

এই রাতেই প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আরশে আজিমে আরোহণ করেন। তখন তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন ও পৃথিবীতে ফিরে আসেন। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। তাই হিজরি রজব মাসের ২৬ তারিখ রাতের তাৎপর্য মুসলিম জাহানের কাছে অপরিসীম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল মেরাজ পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়সহ নানা ইবাদত-বন্দেগির মাধ্যমে এ রাতে আল্লাহর রহমত কামনা করে থাকেন। অনেকেই আগে-পরে রোজা রাখেন। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত আর ‘মেরাজ’ মানে ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র এ রাতে মহানবি (সা.) মহান আল্লাহতায়ালার রহমতে প্রথমে বোরাক নামের বাহনে করে মক্কার কাবা শরিফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস মসজিদে যান। সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। পরে ঊর্ধ্বলোকে গমন করেন বিশ্বনবি। প্রতিটি আসমানে হজরত আদম (আ.) থেকে শুরু করে বিশিষ্ট নবিদের সঙ্গে মহানবি (সা.) সালাম ও কুশলাদি বিনিময় করেন। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ পর্যন্ত হজরত জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। এরপর থেকে মহানবি (সা.) একা রফরফ নামক বিশেষ বাহনে চড়ে আল্লাহর দরবারে উপস্থিত হন। আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরিফের সুরা বনি ইসরাইলের শুরুতেই বলা হয়েছে, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছেন-যেন আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই।’ পবিত্র ধর্ম ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। কেননা, এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টি বা নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক বা ফরজ হয়।

Releated Posts

হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকেও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হতে হবে -রেজাবু্দ্দৌলা চৌধুরী 

মেলান্দহ থেকে রমজান আলী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন…

ByByFeroz Ahmedনভে ২৮, ২০২৪

রাজশাহী‌তে ইজতেমা মাঠে মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা, পা‌নি ও ওষুধ বিতরণ

রাজশাহী ব্যুরো : রাজশাহী‌তে ইজতেমা উপলক্ষে সর্বস্তরের মুসল্লিদের সা‌ঝে বিনামূ‌ল্যে পানি, চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক‌রে‌ছেন মহানগর…

ByByNews Editorনভে ১৫, ২০২৪

কাকরাইল মসজিদে ঢুকলেন সাদপন্থিরা

অভিযোগ বার্তা ডেস্কঃ আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে। সাদপন্থিরা শুক্রবার সকালে কাকরাইলের…

ByByFeroz Ahmedনভে ১৫, ২০২৪

কালো জাদুকরের শাস্তি নিয়ে যা বলেছে ইসলাম

অভিযোগ বার্তা ডেস্কঃ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের সব সমস্যার সমাধান রয়েছে এতে। ইসলামি শরিয়তে জাদু একটি কুফরি…

ByByFeroz Ahmedনভে ৪, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST