মোঃ পারভেজ মহেশখালী প্রতিনিধিঃ
তারুণ্যের অভিযাত্রিক(একটি সেচ্ছাসেবী সংগঠন) উদ্যােগে,প্রতিমাসে ন্যায় এই মাসেও খাবার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। তারুণ্যের অভিযাত্রিকের একদল মানবতার প্রেমিক অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য নতুন বছরে এই উদ্যোগ হাতে নেন। ছিন্নমুল অসহায় গরীব মানুষের কষ্টটা কমিয়ে আনার চেষ্টায় ক্ষুধার্ত মানুষদের মাঝে খাদ্য,পানীয় সুষ্ঠভাবে সম্পন্ন হলো। তাদের জিগ্যেসা বাদ করলে তাঁরা বলে। ☞যারা আজকের প্রজেক্টটা সফল,সুন্দর করার জন্য বিভিন্নভাবে পাশে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রইলো ছবি দেওয়ার উদ্দেশ্য সুনাম, খ্যাতি অর্জন নয়, ছবি দেওয়ার উদ্দেশ্য অন্যান্য ভাইদেরকে মানবতার কাজে উৎসাহিত করা।