জামালপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল - দৈনিক অভিযোগ বার্তা
admin
২২ মার্চ ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল

ডা. আজাদ খান,

জামালপুর জেলা প্রতিনিধি,

তাং ২১ মার্চ ২০২৩ খ্রী.

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীন “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা” শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল জামালপুর সদরের নাওভাঙ্গা চরে দিনব্যাপী (২১ মার্চ/২০২৩) অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ মনজুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: দেবাশীষ সরকার মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ মহিউদ্দিন, পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা ।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডঃ মোঃ আইয়ুব হোসাইন, পরিচালক, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন, ডঃ মুহাম্মদ নুরুল আমিন, প্রকল্প পরিচালক, কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা শীর্ষক প্রকল্প, বিএআরআই, গাজীপুর।

 

উপস্থিত ছিলেন, ডঃ মোঃ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর ও প্রকৌশলী মোঃ শাহাদাত হোসাইন, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, জামালপুর।

 

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১২০ জন কৃষক কৃষি যন্ত্রচালকদের হাতে-কলমে দিনব্যাপী বারি সিডার, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানোর ও মেরামত এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম।

এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৫১ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে।

এ বিষয়ে সরকার নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তুকির মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে । সরকারের তরফ থেকে যে ১৫ ধরনের কৃষি যন্ত্রপাতির মধ্যে ভর্তুকি দেওয়া হচ্ছে তার মধ্যে ৮ ধরনের বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে উল্লেখ করেন।

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল এর মাধ্যমে জনসচেতনতা তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের দশটি জেলার বিশটি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।

 

সভাপতি ডঃ মোঃ মনজুরুল কাদির তার বক্তৃতায় বলেন, কৃষকদের মাঝে এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জেলার কৃষিকে এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বারি সিডার যন্ত্র দ্বারা বীজ বপন করে অত্র অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন। জেলায় বারি সিডার যন্ত্রের মাধ্যমে ভুট্টা বীজ বপনের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এফএমডিপি প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমকে আরো বেগবান করার জন্য কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এর ভুয়সি প্রশংসা করেন।

 

সরিষা থেকে তেল ভাঙ্গানোর মেশিন বারি কর্তৃক উদ্ভাবিত হয়েছে, তার ব্যবহার বৃদ্ধি করা হলে কৃষকরা সহজেই সরিষার তেল খেতে পারবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ফলে সরকার কর্তৃক নির্ধারিত ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আমি অক্ষম, ভাস্করকে সুখ দিতে পারিনি-ইন্দ্রাণী হালদার

সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

প্রতীক তালিকায় “শাপলা” যুক্ত হচ্ছে না,থাকবে “নৌকা “

ধামইরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আইনের নিয়ম কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজের নিয়মে অফিস করেন কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা

মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ শিশুকন্যা ধর্ষণের অপরাধে বাবার মৃত্যুদণ্ড

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১০

মানিকগঞ্জ বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

১১

পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১২

৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, সেই যুবদল নেতাও বহিষ্কার

১৩

জিপিএ-৫ না পেয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

১৪

ময়মনসিংহে মৃত্তিকার কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করলেন মহাপরিচালক

১৫

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, আগস্টে কার্যকর

১৬

উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা আটকা যানজটে

১৭

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী-সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী নাহিদ।

১৮

বহিষ্কৃত সেই যুবদল নেতাকে খুলনায় বাড়ির সামনে গুলি ও কুপিয়ে হত্যা

১৯

পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

২০

Design & Developed by BD IT HOST