রাজনীতি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ১০:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,নদপ্তর সম্পাদক মকবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, জাসাসের সভাপতি হারুন অর রশিদসহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনার পূর্বে মিলাদ ও দোয়া পাঠ করেন উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা হাসান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এসময় তারা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শতে মুক্তির দাবীসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল দলের অংশগ্রহণের জন্য তত্বাবোধায়ক সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST