• তালায় বাল্য বিবাহের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

     

    সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

    আজ বুধবার ১ ফেব্রুয়ার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন তালা উপজেলার ভারপ্রাপ্ত ইউ এন ও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল কুদ্দুস মহোদয়।শেয়ার, বাংলাদেশ নামক একটি এন জি ও এর সুবিধাভোগী ১৬ বছর বয়সী মেয়ে শম্পা দাসকে গোপনে বাল্যবিয়ে করার অপরাধ তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন এর মহান্দী গ্রামের পঞ্চা দাসের পুত্র প্রসেনজিত দাসের ২৫ হাজার টাকা জরিমানা ( অনাদায়ে এক মাসের কারাদণ্ড) করা হয়েছে ।

    গত ২৮,১২,২০২২ তারিখ উপজেলা মহিলা বিষয়ক অফিসার, তালা,সাতক্ষীরা এর নিকট শেয়ার, বাংলাদেশ এর পক্ষে জনাব শিবুপদ দাস এই বাল্যবিয়ের অভিযোগ এনে লিখিত দেন।
    মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, মনিরুজ্জামান, শিবুপদ দাস এবং কনিকা সরকার।
    একই দিন বেলা ১২ টার দিকে কম্পাশ্যন, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ নামক একটি এন্ জি ও এর সুবিধাভোগী তালা উপজেলার আটারই গ্রামের তের বছরের মেয়ে প্রতিকা দাস এবং খলিশখালী ইউনিয়ন এর কাদিকাটী গ্রামের সন্দীপ দাস( ১৮), এর বাল্যবিয়ের উদ্যোগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপ্রপ্তবয়স্ক ছেলে মেয়েকে তাদের অভিভাবকদের হেফাজতে দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST