সারাদেশ

দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

  প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৩:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহী ব্যুরো ও সংবাদদাতা আকাশ :

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মে ২০২৩) সকাল ১০ টায় জয়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। জয়নগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থ বছরের ২ কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ১২৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব উজ্জ্বল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আফজাল হোসেন , ইউপি সদস্য ববিতা বেগম, রিফা বেগম, রুপালী খাতুন, আব্দুল মতিন, হান্নান আহাদ, ইদ্রিস আলী, রাকিবুল ইসলাম, ইউনুস আলী, মোঃ বাহার আলী, আনোয়ার হোসেন, মুনসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহার আলী, দপ্তর সম্পাদক ওয়াজনবী, ছাত্রলীগ নেতা , রাকিবুল ইসলাম,পারভেজ হাসান, সাংবাদিক আকাশ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST