মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন নবগ্রাম এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি‘র ৪৭, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভারত সীমান্তের ১৫৩/১১ এস সীমানা পিলারের দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত-নবগ্রাম হাইস্কুল নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
আশ্রায়ন বিওপি‘র কমান্ডার সুবেদার আব্দুর রহমান জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে হয়ত অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করেছে বিজিবি।