• মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৪:৩৫:৩১ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।

    মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষে বেলা ১১ঘটিকায় উপজেলা পরিষদের সামনে র্যালি ও পরবর্তী সময়ে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো শাহরিয়ার রহমান এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আবুল বাশার সবুজ এর সঞ্চালনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উক্ত নারী দিবস এর প্রতিপাদ্য : ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য নিরসন এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা সহকারী ভূমি কমিশনার রাবেয়া তাপসী,হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইসরাত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকব্ন্দ সহ প্রমূখ।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST