• Home
  • প্রবাসের খবর
  • রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন
Image

রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন— গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও একই কথা বলেছে। তবে বেইজিং এ দাবি প্রত্যাখ্যান করেছে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। -এবিসি নিউজ এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন চীন এমন কিছু করবে না। যদি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে বাইডেন বলেছেন, ‘আমি প্রত্যাশা করি না…আমরা এমন কিছু এখনো দেখিনি। আমি প্রত্যাশা করি না চীন রাশিয়াকে মারণাস্ত্র দেবে।’ বাইডেনের এ সাক্ষাৎকারটি নেন এবিসির সাংবাদিক ডেভিড মুর। তিনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, যদি চীন অস্ত্র দেয় তাহলে এটি ‘সীমা লঙ্ঘন’ হবে কিনা? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা ব্যবস্থা নেব।’ এরপর যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, ‘এটিও একই সীমা হবে যেটি অন্যরা অতিক্রম করেছে। আরেক কথায়, যারা এটি করেছে (রাশিয়াকে অস্ত্র সরবরাহ) তাদের ওপরই আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’ সাক্ষাৎকার গ্রহণকারী ডেভিড মুর জিজ্ঞেস করেন, ‘তাহলে এর পরিণতি কী কঠিন হবে?’ জবাবে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানাব এর পরিণতি কি হবে, আমরা ব্যবস্থা নেব।’ এছাড়া গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার ব্যাপারেও বিস্তারিত কথা বলেছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টকে তিনি সতর্কতা দিয়েছিলেন রাশিয়াকে সহায়তা করলে ‘অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’ বাইডেন দাবি করেছেন, জিনপিংকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর কিভাবে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এক্সন পর্যন্ত ৬০০ মার্কিন প্রতিষ্ঠান মস্কো ছেড়েছিল। ‘আর আমি তাকে বলেছিলাম, রাশিয়া যে নৃশংসতা চালাচ্ছে, যদি আপনিও এ নৃশংসতায় যোগ দেন তাহলে, আপনাকেও হয়ত একই পরিণতি বরণ করতে হবে।’ বলেন বাইডেন।

Releated Posts

যুক্তরাজ্যে সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা,অস্বস্তিতে অন্তর্বর্তী সরকার

অভিযোগ বার্তা ডেস্কঃ আগামী ৮ ডিসেম্বরকে কেন্দ্র করে ব্রিটেন বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যেখানে হাজারো…

ByByFeroz Ahmedডিসে ৭, ২০২৪

ওমানে ভাগ্য খুললো বহু প্রবাসীর

অভিযোগ বার্তা ডেস্কঃ গত ৬ মাসে দুই পর্বে ৩৪২ জন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছে ওমান। সর্বশেষ গত মাসেও ৮৫…

ByByFeroz Ahmedনভে ২৪, ২০২৪

পা পায়ের জায়গায় আছে ,পরিবর্তন শুধু চাটার লোক?

লেখকঃ ইকবাল আহমেদ লিটন আয়ারল্যান্ডে অক্টোবর ১২ এবং ১৩ তারিখ ২০২৪ইং লিমেরিকে পাসপোর্ট সার্জারী করেছে।বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা…

ByByFeroz Ahmedঅক্টো ১৫, ২০২৪

মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল

পর্তুগাল প্রতিনিধি: পর্তুগাল সরকার বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত বা জীবন ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য মানবিক ভিসা নামে একটি…

ByByFeroz Ahmedঅক্টো ১৩, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST