• Home
  • অন্যান্য
  • শরীয়তপুরের জাজিরায় মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ট্যাব বিতরন।
Image

শরীয়তপুরের জাজিরায় মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ট্যাব বিতরন।

সানজিদ মাহমুদ সুজন,প্রতিবেদক শরীয়তপুর (জাজিরা):

২৬মার্চ মহান স্বাধীনতা দিবসকে শিক্ষার্থীদের মাঝে আরো স্মরনীয় করে রাখতে, জাজিরা উপজেলার ২০টি মাধ্যমিক স্কুলে নবম ও দশম শ্রেনীর প্রথম, দ্দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি ছাত্র ছাত্রীদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ট্যাব বিতরন করা হয়েছে।

জাজিরা মাধ্যমিক অফিসের পরিচালনায়, সকাল ১০টায় আঃ মান্নান মল্লিক উচ্চ বিদ্যালয়ের, দশম শ্রেণির, প্রথম স্থান অধিকারীনি ছাত্রী হাফসা খানম (বর্ষা)কে ট্যাব দিয়ে, বিতরন অনুষ্ঠানের সুচনা করেন, উপজেলা নির্বাহি অফিসার (ইউ,এন,ও) কামরুল হাসান সোহেল।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম সহ,মাধ্যমিক স্কুল গুলির প্রধান শিক্ষক সহ অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

পরে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস হতে এক এক করে ২০টি বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় স্থানধারী প্রত্যেককে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেওয়া হয়।
জাজিরা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার বলেন ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে,মাননীয় প্রধানমন্ত্রীর এমন আয়োজন ও উপহারকে সাধুবাদ জানান তিনি”।
উপস্থিত এ সময় চোকদার মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এ,আর মুকুল খান বলেন “প্রধানমন্ত্রীর এমন উপহার, ডিজিটাল বাংলা বিনির্মানে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে এই প্রজন্মকে”।এ সময় ছাত্র ছাত্রীদের বাধ ভাংগা আনন্দে উচ্ছাসিত হয় গোটা অফিস চত্বর।কয়েকজন ছাত্র-ছাত্রীরা বলেন আমদের পক্ষে এই ট্যাব ক্রয় ছিলো স্বপ্নের মতো,মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কয়েকজন শিক্ষার্থি ও তার অভিভাবক আনন্দের অশ্রু ঝরান।

Releated Posts

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার ডাক

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহীদ রফিক…

ByByFeroz Ahmedনভে ২৬, ২০২৪

নারায়ণগঞ্জে লালন ভক্তদের সাধুসঙ্গ আপওির মুখে বন্ধ

বুলবুল আহামােদ,নারায়নগঞ্জঃ নারায়ণগঞ্জে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামি দলের আপত্তির মুখে দুই দিনব্যাপী নরসিংহপুর এলাকায় ‘মুক্তিধাম আশ্রম ও…

ByByFeroz Ahmedনভে ২৩, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরস্কুশ জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী পন্থী নীল দল। সভাপতি, সহ-সভাপতি…

ByByFeroz Ahmedনভে ২১, ২০২৪

বাউবি’র বিএ/বিএসএস (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের পরীক্ষা শুরু

বার্তা প্রেরক, আরিফুল ইসলাম : আজ ১৫ নভেম্বর ২০২৪ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বিএ, বিএসএস (সম্মান) ও…

ByByNews Editorনভে ১৫, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST