ঢাকাFriday , 30 December 2022
আজকের সর্বশেষ সবখবর

সুরমা ইউনিয়নের উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, মোটরসাইকেল প্রার্থী হারুন অর রশিদ বিজয়ী

admin
December 30, 2022 9:03 pm
Link Copied!

শান্তিপূর্নভাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ১হাজার ১৯৪ ভোট বেশী পেয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীর পাপ্ত মোট ভোট পেয়েছেন ৩ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) খন্দকার মামুনুর রশীদ পেয়েছেন ২ ৭৬৭ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ, জামাল ১৩৪৬ ভোট। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম পেয়েছেন ৬৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী হযরত আলী পেয়েছেন ২১১ভোট। জাতীয় পাটি লাঙ্গল মনোনীত প্রার্থী ইকবাল হোসেন বুলু পেয়েছেন ৫৪ ভোট। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বীর প্রতীক আব্দুল হালিম এর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে ২৯ ডিসেম্বর ওই পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষিত হয়ে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সুরমা ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫০৬৪ জন। কাস্টিং ভোটের সংখ্যা ৯০৪৪ ভোট। নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো.সাইফুদ্দিন জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।