
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
সংবাদ সম্মেলনে নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা।
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং এই দলের বিভিন্ন পদ থেকে অব্যাহতি নিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST