ঢাকাSaturday , 21 September 2024

জামায়াতে ইসলামী’র আয়োজনে খানসামায় “সিরাতুন্নবী (সা.)” মাহফিল অনুষ্ঠিত

moderator
September 21, 2024 2:43 pm
Link Copied!

খানসামা (দিনাজপুর) সংবাদদাতা:

গণমানুষের স্বার্থে আলোচনা মাহফিল,
দিনাজপুরের খানসামায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে “সিরাতুন্নবী (সাল্লাল্লাহ)” মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় খানসামা উপজেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপজেলা বাইতুলমাল সেক্রেটারি আলহাজ্ব মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা।

উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এ্যাডভোকেট ছামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মো. আনিছুর রহমান, উপজেলা সাবেক আমির মাওলানা আতাউর রহমানসহ উপজেলা জামায়াতে ইসলামি ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।