প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৭:৫৮:১০ প্রিন্ট সংস্করণ
বৈশাখের শেষ প্রান্তে পেরিয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। চারি দিকে হাহাকার মাঠের তাপদাহে ফসল ঝলসে যাচ্ছে,আম,লিচু শুকিয়ে ঝরে পড়চ্ছে,নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসা মাঠে মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য সাহায্য চেয়ে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখার) আদায় করেছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টায় নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য ৬শ’তাধিক মুসল্লিদের নিয়ে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন- উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী। ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী বলেন,দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। উল্লেখ্য, তীব্র খরা আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়
Design & Developed by BD IT HOST