রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে অনুমতি ছাড়া পুরাতন পুকুর সংস্কারের দায়ে একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পাশের আরেকটি পুকুরে পানি সেচে ব্যবহৃত মেশিন সরিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এবং জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া মাঝার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
অভিযানকালে আন্দুয়া এলাকায় একটি পুরাতন পুকুরে ভেকু মেশিন দিয়ে সংস্কার কাজ চলছিল। তবে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ঘটনাস্থলে মালিকপক্ষ বা শ্রমিকদের কাউকে পাওয়া না যাওয়ায় মেশিনটি অকার্যকর করতে এর দুটি ব্যাটারি জব্দ করা হয়।
পরে গগনবাড়িয়া মাঝার এলাকায় আরেকটি পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বসানো মেশিন সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া পুরাতন পুকুর সংস্কার করলেও তা বেআইনি। এতে কৃষিজমির ক্ষতি হয় এবং অনেক সময় পরিবেশগত ঝুঁকি দেখা দেয়। তাই অনুমতি ছাড়া এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে যেকোনো পুকুর খনন বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST