প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৬:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় তারা অবিলম্বে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।
সোমবার বিকেলে আ’লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা সদরে আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বরুণ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নুর মিয়া, জুনাব আলী, রফিকুল ইসলাম আর্মি, আব্দুল হাই বিলাত, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আলী আকবর, আফসার উদ্দিন, ইউপি সদস্য দীপক দাস, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, তাজুল ইসলাম, আফতর আলী, মইনুল ইসলাম, নুরুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
Design & Developed by BD IT HOST