দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষিপুর ইউনিয়নের সরকারি সড়কে মাটি কাটার শ্রমিককে সন্ত্রাসী কায়দায় মারপিট করে জিরার গাও গ্রামের শুকুর আলীর পুত্র শহিবুর মিয়া নামের এক শ্রমিকের মুখের সামনের দুটি দাঁত ভেঙে ফেলে। স্থানীয় লক্ষিপুর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র মাহমুদ আলী ও মাহমুদ আলীর পুত্র সালমান মিয়া। শহিবুর মিয়া স্থানীয় দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিিতে এলে, চিকিৎসাধীন অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকার সময় স্থানীয় লক্ষিপুর গ্রামের বিবাদীর বসত বাড়ি সংলগ্ন সরকারি সড়কে। এব্যাপারে ইউপি সদস্য এমদাদুল হক চৌধুরী মামুন বলেন, ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ মুহিবুর রহমান মানিকে আমাকে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে মুক্তিযুদ্ধা হেলাল খসরু উচ্চ বিদ্যালয় হতে চামতলা মাদরাসা পর্যন্ত সড়কের মাটির ভরাট কাজের দায়িত্ব দেন। আমি মাটি ভরাট, সলিং কাজে শহিবুর সহ আরও কয়েক জনকে কাজের দায়িত্ব দিলে তারা কাজ করে আসছে। আজ বৃহস্পতিবার সালমানদের বাড়ির পাশে সড়কের কাজ করার সময় বাপ-বেটা মিলে আমার শ্রমিকদেরকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে মুখের দুটি দাঁত ভেঙে ফেলে। এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।