• প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ আন্তঃ উপজেলা অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

    সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি শরীয়তপুর :
    শরীয়তপুরের জাজিরায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ আন্ত:উপজেলা প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাছাই ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ফেব্রুয়ারি বুধবার জাজিরা মোহর আলি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহি কর্মকর্তা কামরুল হাসান সোহেল।যা করার কথা ছিলো উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদারের। জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোবাহান মুনসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন শিকদার আওয়ামিলীগ সভাপতি জি,এম, নুরুল হক পৌরমেয়র ইদ্রিস মাদবর। যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে, সর্বদিকে কাজ ত্বরান্মিত করেছেন সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান,নাজমুল ইসলাম,মোঃ ওয়াদূদ। এছারাও সার্বিক দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক ও শিক্ষক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বজায় রাখার স্বার্থে ক্রীড়া ও সাংস্কৃতিকে অধিক গুরুত্ব প্রদান করেছে।প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে আমাদের জাজিরার ছেলেমেয়েরা অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST