• বরগুনায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

      প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ১০:০৮:৩২ প্রিন্ট সংস্করণ

    বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে অদ্য ২৮ মে, ২০২৩ ইং বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

    এ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশেষ এই দিনটি উপলক্ষে বরগুনার স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

    র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত জুলিও কুরি বিষয়ে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST