আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে হাফ ডজন মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে পুনরায় মাদকসহ আটক করেছে পুলিশ। আটক কৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (২৮)। সে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকার শুকুর আলীর পুত্র। গত বৃহস্পতিবার রাতে আন্ধারীঝাড় বাজার হতে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানাগেছে, আটক রুবেলের বিরুদ্ধে ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি এবং মাদক মামলা নং জন জিআর-১১৯/২২ এবং ১১/২০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।