মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৩ এর বিদায়ী সংবর্ধনা ২৬ শে এপ্রিল বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে, অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সার্বিক দিকনির্দেশনায় ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: লেবু মিয়া এর সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদ্যনাথ রায় এর সঞ্চালনায় এসএসসি পরীক্ষার্থী-২০২৩ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেগম আলেয়া রহমান,সহকারী শিক্ষক শাহেনা পারভীন,সহকারী শিক্ষক নার্গিস আক্তার,সহকারী শিক্ষক মো: সাইয়েদুল ইসলাম,সহকারী শিক্ষক মাধব চন্দ্র রায়,সহকারী শিক্ষক কাজী মাসুদ হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কাজী মাসুদ হোসেন, সহকারী শিক্ষক মো:সাইয়েদুল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে বক্তব্য রাখেন,এসএসসি পরীক্ষার্থী শ্রাবন আহমেদ,মুরছালিন হোসেন।আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মেহজাবিন আক্তার। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে।