অন্যান্য

‌মোল্লাহা‌টের বাইক দুর্ঘটনায় কচু‌ড়িয়া হাইস্কু‌লের তিন শিক্ষক আহত

  প্রতিনিধি ১২ মে ২০২৩ , ২:৪৭:২৮ প্রিন্ট সংস্করণ

‌কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

‌মোল্লাহা‌টের কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষক বৃহস্প‌তিবার এসএস‌সি প‌রিক্ষার হল ডিউ‌টি শে‌ষে বা‌ড়ি ফিরার পথে বাইক এ‌ক্সি‌ডেন্টে গুরুত্বর আহত হয় ।

বা‌গেরহা‌টের ‌মোল্লাহা‌টের কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বাবু অ‌সীম কুম‌ার মালাকার, বাবু অনুকূল চন্দ্র মন্ডল ও বাবু ফ‌টিক ‌বিশ্বাস গত ১১-মে মোল্লাহাট চরকু‌লিয়া লায়লা আজাদ ক‌লেজে এসএস‌সি পরীক্ষা কেন্দ্রে ডিউ‌টি শেষ ক‌রে ‌তিনজ‌নে এক মটর সাই‌কে‌লে ক‌লেজ রাস্তা থে‌কে রো‌ডে উঠ‌তেই অ‌তি স্পি‌ডে এক‌টি মটর সাই‌কেল এ‌সে স্যার‌দের গা‌ড়ি‌তে লা‌গি‌য়ে দেয়। এতে গা‌ড়ি সহ তিন জনই ছিকটকে প‌ড়ে যায়। এ‌তে বাবু ফ‌টিক‌কে মোল্লাহাট সাস্থ্যকম‌প্লে‌ক্সে চি‌কিৎসা করা‌নো হয় এবং গুরুত্বর সমস্যার কার‌ণে ব‌াবু অসীম ও বাবু অনুকূল চন্দ্র‌কে খুলনা গাজী মে‌ডিকেলে নেওয়া হয় । বাবু অনুকূ‌লের এক‌টি পা‌ ভে‌ঙ্গে যাওয়া ও আ‌রো উন্নত চি‌কিৎসার জন্য রা‌তে তা‌ঁকে ঢাকা পঙ্গু হাসপাতা‌লে রিপার্ট করা হয়।
#######
১২\০৫\২০২৩ইং

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST