শরীয়তপুরের জাজিরা উপজেলার সমস্ত সরকারি, আধাসরকারী ও সায়ত্ত শাসিত, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে একযোগে সকাল ১০টায়, ২০২৩ সালের বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) বেলা ১০টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউ,এন,ও কামরুল হাসান সোহেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিস্যার মোঃ সিরাজ-উদ দৌলা,প্রাথমিক শিক্ষা অফিস্যার সোবাহান মুনসি, এবং সহঃ প্রাথমিক শিক্ষ অফিস্যার নাজমুল ইসলাম ও কামরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। বেলা ১১টায়,জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাকিলা পারভিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউ,এন,ও কামরুল হাসান সোহেল, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ ছোববহান মুন্সী, সহঃ প্রাথমিক শিক্ষ অফিস্যার নাজমুল ইসলাম ও কামরুল ইসলামসহ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম মাদবর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আঃ ছালাম খান, তোফাজ্জল হাকিদার, এবং সাখাওয়াত হোসেন মধুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। এসময় সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ে ১২৫০ জন শিক্ষার্থির মধ্যে এবং জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এছাড়াও একইদিন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয় বলে জানায় উপজেলা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।