অপরাধ

হরিরামপুরে তিনটি অবৈধ ড্রেজার উদ্ধারসহ ৭জন গ্রেফতার

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৩ , ১১:১৫:৪৬ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আলী,হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধিঃ

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

মানিকগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ড্রেজারসহ সাত জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।

তিনটি ড্রেজার যাহার সর্বমোট আনুমানিক মূল্য তিন কোটি ষাট লক্ষটাকা।

বৃহস্পতিবার (২৬জানুয়ারি) রাতে জেলা পুলিশ মানিকগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ) হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন আবিধারা (ধুলশুড়া) এলাকার ধুলশুড়া ঘাটের পাঁচশত গজ পশ্চিমে পদ্মা নদী থেকে ভোলা জেলার ভোলা সদর থানার পশ্চিম চরপাতা গ্রামের নাছির মোল্লার ছেলে মোঃ মনির হোসেন (২৫), গোপালগঞ্জ থানার কোটালীপাড়া থানার তারাশী হিরন গ্রামের মৃত আঃ আজিজ শেখের ছেলে মোঃ আঃ সালাম (৫৫), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর দাইয়া গ্রামের মৃত জামাল রাঢ়ী ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার গাগরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), ভোলা জেলার ভোলা সদর থানার পূর্ব চর নন্দনপুর গ্রামের আঃ মালেক বেপারীর ছেলে মোঃ ইউসুফ (২৪), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার আলবদী গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মোঃ আক্তার কাজী (৩৫) কে পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২৫জানুয়ারি রাত সাড়ে এগারোটায় তিনটি অবৈধ বালি উত্তোলনের ড্রেজার উদ্ধারসহ সাত জনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্তে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST