ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলার দেশ গড়ে তুলবো ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠের জনসভায় এসব কথা বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শনিবার ১১ মার্চ (২০২৩) বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে এক ঐতিহাসিক জনসভায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ময়মনসিংহ নগরী তোরন ফেস্টুন ব্যানার ও মিছিলে স্লোগানে বর্ণিল সাজে তিলোত্তমা নগরীতে পরিণত হয়।