মানিকগঞ্জ প্রতিনিধি: (১১-২-২০২৩) “ভালোর সাথে আলোর পথে,বন্ধুসভার সৈনিকেরা চলছে চলবে” আজ মানিকগঞ্জের ঐতিহ্যের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর মুখপাত্র প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও ফ্রেশ , এটিএন বাংলার সাহযোগীতায় এবং শিখোর পৃষ্ঠপোষকতায় সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত জেলায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি আবু সালেহ সালেক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক মো.আশিকুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো মানিকগঞ্জ প্রতিনিধি মো.আব্দুল মোমিন ও সংগঠনের সহ-সভাপতি মো.নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে প্রথম আলো পরিবারের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পলাশ চন্দ্র ভৌমিক)। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের উপাদাক্ষ প্রফেসর বদর উদ্দিন, প্রফেসর উর্মিমালা রায়,শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম সুজন,প্রভাষক আমিনুর রহমান অঞ্জণ, শিক্ষক মো.চান মিয়া প্রমুখ। বক্তারা বলেন প্রথম আলো শত প্রতিকূলতা পেরিয়ে আলো শিখা হাতে নিয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। উদ্যমী পাঠকদের নিয়ে প্রথম আলো মুখপাত্র প্রথম আলো বন্ধুসভা প্রথম আলোর নীতি আদর্শে উজ্জীবীত হয়েই আলো ছড়িয়ে দেয়ার কাজ করছে বন্ধুসভার সৈনিকেরা। আজ এসএসসি জিপিএ ৫ প্রাপ্তরা সংবর্ধনা পাচ্ছে, এটি আমাদের জন্য গর্বের। এমন স্বীকৃতি একজন মেধাবীকে আরও মেধাবী করে। আমরা আমাদের মেধার প্রতিফলন কেবল একাডেমিক পর্বে রাখব না।এই গন্ডি পেরিয়ে আমরা জীবনের প্রতি পলকে চ্যাম্পিয়ান হতে চাই। আমরা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের সকাল প্রকার অনিয়ম সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করতে চাই। উল্লেখ্য যে-সকালেই সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে জিপিএ-৫ সংবর্ধনা। আজ সকালে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে ছবি: প্রথম আলো মানিকগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শনিবার সকাল আটটা থেকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে এ উৎসব শুরু করেন। এতে অংশ নিতে ৪৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ঢোকার পরই নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে।