প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৩:০১:৫৬ প্রিন্ট সংস্করণ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর হারানো মফিজ আলী ও আফিয়া বেগম দম্পতিকে পূনবার্সনের আওতায় একটি পাঁকা দালানঘর নির্মান করে দিয়েছে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি (লন্ডন) ইউকে সংস্থাটি। শনিবার (১৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঘর হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ। ফিতা কেটে ঘরটি উদ্ভোধন করেন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে( লন্ডন) উপদেষ্টা আফরুজ আলী লন্ডনী, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান,নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউক’র সাংগঠনিক সম্পাদক মিছবাহুল ইসলাম,গোলাম মোস্তফা ও আরশ আলী। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি মাষ্টার কামাল উদ্দিন ও ফখর উদ্দিন,ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ওয়ারিছ আলী,দ্বীনেরটুক আলিম মাদ্রাসার সুপার জাকির হোসাইন,আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান,সোনালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,নসকসের সভাপতি শফিকুল ইসলাম,ইউপি সদস্য ইশ্রাঈল আলী,সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ। এসময় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন,নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি (লন্ডন)ইউকে,একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য আর্থমানবতার সেবায় কাজ করা। সংগঠনটির উদ্যোগে করোনা মহামারি ও বন্যা কালিন মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার,পানিসহ ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে অসহায়,অভাবগ্রস্ত মানুষদের কল্যানে কাজ করে। এরই অংশ হিসেবে আজ নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের বন্যায় বসতঘর হারা মফিজ আলী ও আফিয়া বেগম দম্পতিকে বসতঘর নির্মান করে আজ হস্তান্তর করা হয়েছে। মানবতার সেবায় নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।
Design & Developed by BD IT HOST