অন্যান্য

দৌলতপুরে চোরাই গরু উদ্ধার

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৫:১২:৫০ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নে গত দুই মাসে ২০ টির অধিক গরু চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে দৌলতখালী গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে পেয়ার সরদারের ২ লক্ষাধিক টাকা দামের একটি গাভি গরু চুরি হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলমের এর নির্দেশনায় আমার নেতৃত্বে সোমবার দিনগত ভোর রাতে এস আই আবু জাফর সঙ্গীত অফিসার নিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করাকালীন সময়ে ভোর রাতে হোসেনাবাদ এলাকায় পৌঁছালে সন্দেহজনক গতিতে একটি ট্রাক আসতে দেখলে ট্রাকের গতি রোধ করার চেষ্টা করে। ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করে ড্রাইভার । এ সময় ধাওয়া দিয়ে ট্রাকটি থামিয়ে চোরাই গরু সহ ২ জনকে আটক করে।তার দেওয়া তথ্য মতে দৌলতখালী গ্রামের কালু নামে এক চোরকে আটক করা হয়েছে ।তিনি আর বলেন সকল চোরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে গরু চুরির সাথে সম্পৃক্ত থাকলে সে যত বড় লোক হোকনা কেন তাকে ছাড় দেওয়া হবে না।তাদের নামে চুরি আইনে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য গত ২ মাসে সদর ইউনিয়ন গত দুই মাসে চুরি হয়েছে দৌলতখালী সরদার পাড়ার রাহাতুলের গরু , মজিরউদ্দিনের গরু , মাহাতাব উদ্দিনের ছেলে সিদ্দিকের গরু, হাজি পাড়ার আনারুলের গরু, দাড়ের পাড়ার জালাল উদ্দীনের গরু, আমাদুল হকের গরু, চৌধুরী পাড়ার আসলাম উদ্দিনের গরু , গড়বাড়িয়া গ্রামের ইনদাদুল হক ও তার ভাই এর গরু,হাকিমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হকের গরু , ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST