
জেলা প্রতিনিধি,নড়াইল:
নড়াইলে গত ৪ আগস্ট সরকার পতনের আগের দিন সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটিরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। আন্দোলকারীদের নিবৃত্ত করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST