মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)ফারজানা বানুর অবসর গ্রহণের পর উক্ত প্রতিষ্ঠানের মেধাবী জনপ্রিয় শিক্ষক প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র জনাব মুঃ শাহীনূর রশিদ জানুয়ারি(২০২৩)মাসের ৭ তারিখ থেকে সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া
ইউনিয়নের সোনাতলা গ্রামে ১৯৬৬ সালের
১৫ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে
জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মানিক মিয়া এবং মাতার নাম আমেনা খাতুন।পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।তিনি নবাবগঞ্জ উপজেলার শিকারী পাড়া টি,কে,এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন।১৯৮৪ সালে তিনি স্বনামধন্য ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।এরপর প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অত্যন্ত সাফল্যের সাথে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।ছাত্রজীবনেই বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।বিশেষ করে কবিতার ক্ষেত্রে তাঁর ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা বিদ্যমান।তাঁর সুদক্ষ হাতে সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের বর্তমান গৌরব আরও শাণিত হবে বলেই সবার বিশ্বাস।