সারাদেশ

মানিকগঞ্জে বৈশাখের গ্রামীণ খেলায় মাতৃভাষা ও লোকজ সংস্কৃতি সংরক্ষণের ডাক

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৭:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি(১৫-৪-২০৩)
“বরিষ ধরা মাঝে শান্তির বানী”বৈশাখের লোকজ সংস্কৃতি চর্চা করি, বহুত্ববাদী সমাজ গড়ি”
এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ বড়বরিয়াল মুনিঋষি পাড়ায় স্থানীয় কৃষক কৃষাণী সংঘ ও বারসিক এর যৌথ আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত বাঙালির হাজার বছরের লোকায়ত সংস্কৃতি সংরক্ষণে মঙ্গল শোভাযাত্রা ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মহেন্দ্র মুনিদাস এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক দ্রোপদী মুনিদাস এর সঞ্চালনায় বৈশাখের আলোচনায় অংশগ্রহণ করেন বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব ফাতিমা আক্তার। আরো কথা বলেন বিমলা মুনিদাস,সমাজ সেবক পরিমল চন্দ্র মুনিদাস, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম,কর্মসূচী কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল, আছিয়া আক্তার প্রমুখ। বক্তব্যে বলা হয় আমরা এই সময়ে সাংস্কৃতির একটা ক্রান্তিলগ্নে আছি। বাঙালি সংস্কৃতি বিরোধী ধর্মান্ধ মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা বাঙালি পোষাক,লোকজ সংস্কৃতিসহ লোকায়ত কৃষি চর্চা করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST