• ‌মোল্লাহা‌টে এসএস‌সি‌ প‌রীক্ষায় অবৈধ উপায় অবলম্বন করায় শিক্ষকের কারাদন্ড ও অর্থদণ্ড

      প্রতিনিধি ১১ মে ২০২৩ , ১০:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

    ‌কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাটের মোল্লাহাটে  সরকারি  ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র হতে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। অবৈধ উপায় অবলম্বন করায় ওই শিক্ষককে এ কারা ও অর্থদণ্ড দেয়া হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান,  নকল বিরোধী অভিযান ও কেন্দ্র পরিদর্শন কালে  ওই শিক্ষকের অবৈধ উপায় অবলম্বনের বিষয়টি নজরে আসে। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরো দশ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের কাছে ঘোরাঘুরি করার অপরাধে এক কলেজ ছাত্রের দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST