মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে এ্যডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ডাঃ নাহিদুল ইসলাম, ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ আঃ আজিজ, এস আই সলিমুল হক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস প্রমুখ।