প্রতিনিধি ৪ মে ২০২৩ , ১২:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ
কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকাল ৩ টায় উদয়পুর গোলারচক মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সালাম জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক শফিউল আজম নিশান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষক প্রমূখ। এসময় কৃষিবিদ মোহন কুমার ঘোষ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমলয় চাষাবাদের বহুবিধ সুফল আমরা/কৃষকরা পাচ্ছে। যেমন যন্ত্রের সাহায্যে ধান রোপন করা হয়েছিলো, আজ একইভাবে যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন করা হচ্ছে। রোপন, পোকামাকড়, রোগবালাই ব্যবস্থাপণা, সেচ ও সার সহ অন্যান্য সুবিধা এমনকি দ্রুত ফসল ঘরে তোলা হচ্ছে।
Design & Developed by BD IT HOST