• Home
  • Uncategorized
  • ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য
Image

ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য

ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার’ স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে বৃটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে আসল ঘটনা হচ্ছে- এদেশে বৃটিশদের শাসনের সময়কালে সীমানা পিলার গুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দুরত্ব মেপে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো। যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারনে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্য তৈরী হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষন করে আর্থিং এর কাজ করতো। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেতোনা। অসাধু কিছু লোক এই পিলার গুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিষ্চিন্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহা-মুল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউ ই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি । সীমান্ত পিলার গুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরী বলে এগুলো বিদ্যুত সু-পরিবাহি হয়ওয়াতে একে মহা মুল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে। বৃটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলার গুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দুরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে মেপে।( এবং এ পিলারের রেডিও ইলেট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুতে করতে এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময় ) এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দুরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয় । আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে, মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে । এখন নিশ্চই সবাই বুঝতে পারছেন কেন বৃটিশ আমলে এগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিলো। বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে বৃটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্দোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।

Releated Posts

বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়ার পাশে দাড়ালো জামালপুর সদর উপজেলা প্রশাসন

জামালপুর থেকে এম.এ রফিকঃ জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে কুড়ের ঘরে বসবাস…

ByByFeroz Ahmedজানু ১২, ২০২৫

লোহাগড়ায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনসুরেন্স এর কর্মী প্রশিক্ষণ

লোহাগড়া প্রতিনিধি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনসুরেন্সের লোহাগড়া সার্ভিস সেন্টারের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।…

ByByFeroz Ahmedজানু ১২, ২০২৫

অসকস বাংলাদেশ পত্নীতলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

মোকছেদুল ইসলাম,জেলা (প্রতিনিধি) নওগাঁ: অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কলাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ ) পত্নীতলা শাখার আয়োজনে শীর্তার্তদের মাঝে শতিবস্ত্র…

ByByFeroz Ahmedজানু ১১, ২০২৫

দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা…

ByByFeroz Ahmedজানু ৬, ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST